শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ‘নাস্তিক’ সিপিএম কি এখন ঝুঁকছে ধর্মের দিকে? কারণ কি সেই জনসংযোগ, ভোটে জয় লাভ? সাম্প্রতিককালে মাঝে মাঝেই উঠে আসছে এই প্রশ্ন। তাতে আবার অনেকেই যে উত্তর দিচ্ছেন, তাতে একাংশ প্রশ্ন তুলছে, দলের গঠনতন্ত্র থেকে কি বিস্মৃত হচ্ছে তারা?
ধর্ম, রাজনীতি এবং বামপন্থা, এই তিন বিষয় নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা চিরদিনের। কেউ বলেন নাস্তিকতায় বিশ্বাস নাকি বামপন্থীদের একচেটিয়া অধিকার। কেউ বলেন ধর্মের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই। আর একথা বললেই প্রশ্ন ওঠে, রাজনীতির ময়দানে টিকে থাকতে তাহলে কি ধর্মকে পুরোপুরি এড়িয়ে যেতে পারছে না বামেরা?
অতি সাম্প্রতিক ঘটনার বিবরণের আগে, বলা যাক দুটি অন্য ঘটনা। যে দুটি ঘটনা উসকে দিয়েছিল একই বিতর্ক। ২০২৪-এর লোকসভা ভোটের আগে, নববর্ষ এবং ইদের শুভেচ্ছা জানাতে দক্ষিণ কলকাতার বাম প্রার্থী যে শুভেচ্ছা পত্র দিয়েছিলেন, তাতে দেখা গিয়েছিল, কৃষ্ণ সেজেছে এক খুদে। ফেজ টুপি পরা আর এক খুদে পাশে দাঁড়িয়ে কৃষ্ণের হাত ধরেছে। তখনও চর্চা হয় ব্যাপক। কটাক্ষ ভেসে এসেছিল, ‘ভোট বড় বালাই’।
২০২৪-এর জুলাই। জ্যোতি বসুর জন্মবার্ষিকী পালনের অনুষ্ঠানে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, জ্যোতিবাবু ধর্ম না মানলেও, প্রসাদ খেতেন। একই সঙ্গে মনে করান, জ্যোতিবাবুর বাবা-মা ছিলেন ধার্মিক, তাঁর বাবা লোকনাথের ভক্ত ছিলেন। সেলিম বলেন, ‘জ্যোতি বসুর জীবন থেকে এই শিক্ষাই নিতে হবে, নির্লিপ্ততা থাকবে, একই সঙ্গে সম্পৃক্ততাও থাকবে।' সেলিম-মন্তব্যেও জোর চর্চা হয়েছিল সেবার।
এবার আলোচনায় সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলন। ওই সম্মেলনে দেখা মিলেছে রামকৃষ্ণ পরমহংসের। লাল পতাকার রাজ্য সম্মেলনে শোভা পাচ্ছে রামকৃষ্ণের ছবি! ব্যাস। একই প্রশ্ন উঠে আসে আবার, তাহলে কি পরিস্থিতি বুঝে ফের জোট-ভোটের তত্ব থেকে সরে গিয়ে সেই ধর্মের পথেই হাঁটছে ‘নাস্তিক’ সিপিএম?
কী বলছেন দলের তরুণ তুর্কিরা। প্রতীক উর রহমান বলছেন, 'ধর্মের সঙ্গে বিবাদ তো নেই আমাদের। দলের গঠন্তন্ত্রে কোথাও কি লেখা রয়েছে এই ধরনের কথা?' উলটে তাঁর বক্তব্য, যে জেলায় এবারের রাজ্য সম্মেলন হয়েছে, সেই জেলার ঐতিহ্যের ‘এসেন্স’ নিতেই নাকি- পরমহংস, ব্যান্ডেল চার্চের ছবি শোভা পেয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক অপর এক যুবনেতা আবার একধাপ এগিয়ে বলছেন, ‘যত মত তত পথ, সর্ব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন ঠাকুর এবং তাঁর শিষ্য বিবেকানন্দ। বিজেপি স্বামীজীর গেরুয়া পরিধানকে ব্যাবহার করছে মানুষকে বিভ্রান্ত করতে। কিন্তু রামকৃষ্ণকে নিয়ে কিছু করতে পারছে না। কারণ, তাঁর হিন্দুত্ব এবং বিজেপির হিন্দুত্বে আকাশ পাতাল ফারাক। এমনকি চৈতন্যও। তাঁর হিন্দুত্বের ধারণাকে সমগ্র নদিয়া জেলা জুড়ে ধ্বংস করছে ইস্কন এবং বিজেপি। আমরা ধর্ম বা আধ্যাত্মিকতার বিরুদ্ধে নই। বরং এগুলোকে ব্যবহার করে বিকৃত করে বিদ্বেষ তৈরি করার বিরুদ্ধে।‘
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?